রাজধানী মোহাম্মদপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়েদ সরদার (২১) ও মো.শয়ন (২০) নামে দুজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আটক জুনায়েদ সর্দার ও মো. শয়ন কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতেনাতে তাদের আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান সাইফুল নামে একজন কামরাঙ্গীরচর থেকে কল করে এখানে ডেকে আনেন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিজে/টিকে