ফুলবাড়ীয়ায় মহিষের আক্রমণে বৃদ্ধের প্রাণহানি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে মহিষের আক্রমণে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩ জন।

রোববার সন্ধ্যায় উপজেলা সদরের গো হাটায় এ ঘটনা ঘটে। পরে ৫ ঘণ্টা চেষ্টার পর রাত প্রায় ১টার দিকে বৈদ্যবাড়ি হুগলির খালে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয় হিংস্র মহিষটি।

নিহত সানোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন- জুলহাস (৫০), মুকুল (৪২) ও সানোয়ার হোসেন (৬৫)। তাদেরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলা সদরের গো হাটা থেকে শফিক ও চানু নামের দুই কসাই একটি বড় আকারের মহিষ ক্রয় করেন। মহিষটি হাট থেকে নিয়ে যাওয়ার সময় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় মহিষটির আক্রমণে শামছুল হকসহ চারজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শামসুল হকের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: