ভোলায় ট্রলার ডুবি: নিহত নয় জেলের লাশ হস্তান্তর, নিখোঁজ ৪

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ৯ জেলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও এক জেলেসহ চারজন নিখোঁজ রয়েছেন।

ভোলা-বরিশাল সীমান্তবর্তী মেহেন্দীগঞ্জের রুকুন্দী এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার মো. সোহেল রানা।

মৃতরা হলেন- চরফ্যাশনের দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোলাইমান মাতাব্বরের ছেলে মো. মফিজ মাতাব্বর (৩৫), এই এলাকার নুরুল হকের ছেলে কামাল দালাল (৪০), ওই থানার আব্দুল্লাহপুর ইউনিয়নের ইসমাইল খানের ছেলে মো. বিল্লাল (৩৫), আহম্মদপুর এলাকার মোসলেহউদ্দিন মাঝির ছেলে হুমায়ুন কবির (৪০) ও নাইম পাটওয়ারীর ছেলে নজরুল ইসলাম (৩৫), উত্তরশিবা এলাকার মজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪০) ও জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৫৫), নুরাবাদ এলাকার কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮) ও কাদের বেপারীর ছেলে নুরনবী বেপারী (৩০)।

মো. সোহেল রানা জানান, এ নিয়ে ওই ট্রলারটিতে থাকা ২৪ জনের মধ্যে জীবিত অবস্থায় দশ জেলে এবং মৃত দশ জেলের লাশ উদ্ধার করা হলো; এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের মো. নাসিম (৪৫)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোস্টগার্ড জানায়, গত ৩০ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযান শেষ হওয়ার পর চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নের তোফায়েল মাঝির মাছ ধরার ট্রলার ২১ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরে তারা চাঁদপুরে মাছ বিক্রি শেষে রোববার সকালে আরও তিনজনকে নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দুপুরের দিকে ট্রলারটি মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকা মেহেন্দীগঞ্জের রুকুন্দী পয়েন্টে আসলে ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডুবে যায়।

সোহেল রানা জানান, খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গিয়ে ট্রলারের মাঝিসহ দশ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সন্ধ্যার দিকে মোরশেদ নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়। কিন্তু ট্রলারে থাকা বাকী ১৩ জনের কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের কয়েকটি দল মেঘনা নদীতে অভিযান অব্যাহত রাখে। পরে ট্রলারের ভেতর থেকে নয় জেলের লাশ পাওয়া যায়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, লাশগুলো উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পরিবারের কাছে হস্তান্তর করার পর নয় জেলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বিভিন্ন ইউনিয়নে নিজ নিজ বাড়িতে তাদের দাফন করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024