পুলিশ সুপার আসার খবরে পেঁয়াজের দাম কমল ৫০ টাকা

কুষ্টিয়া পৌরসভার বাজারের শনিবার সকাল ৮টার দিকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২৪০ টাকা কেজি দরে। তবে পাঁচ মিনিট পর একই বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি কমে গেল ৪০ থেকে ৫০ টাকা। অর্থাৎ ব্যবসায়ীরা পাঁচ মিনিটের ব্যবধানে পেঁয়াজ বিক্রি করতে শুরু করে ১৯০ থেকে ২০০ টাকা দরে।

আচমকা পেঁয়াজের বাজারের এমন পরিবর্তন ঘটেছে কুষ্টিয়ার পুলিশ সুপারের আসার খবর পেয়ে।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত শনিবার সকালে জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার পৌর মার্কেটের আড়তে অভিযানে নামেন।

এ সময় এসপি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে সকালে ১৯০ টাকা কেজিতে পেঁয়াজ ক্রয় করেন। এ সময় ব্যবসায়ীরা ২৪০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। এক কেজি পেঁয়াজে ব্যবসায়ীরা লাভ করছিলেন ৪০ থেকে ৫০ টাকা।

এ সময় পাইকারি ও খুচরা বাজারের প্রতিটি দোকানে গিয়ে পেয়াজের দরের বিষয়ে খোঁজ ও দাম যাচাই করেন পুলিশ সুপার। তিনি প্রতিটি ব্যবসায়ীকে সাবধান করে দেন দামের ব্যাপারে। কেউ যদি অতিরিক্ত ও বেশি মুনাফা করে তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তিনি বাজারে অভিযান পরিচালনা করেন।

পরে সাংবাদিকদের পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পেঁয়াজ নিয়ে কেউ সিন্ডিকেট করলে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে গোয়েন্দা পুলিশ কাজ করছে। তারা সব তথ্য  সংগ্রহ করছে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে। সাবধান করা হয়েছে ব্যবসায়ীদের। এরপর অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

টাইমস/এসআই

Share this news on: