সিলেটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে।

সোমবার সকাল ৬টা থেকে সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতির ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে।

সমিতির সভাপতি রিমাদ আহমদ রুবেল জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দীর্ঘদিন ভাঙ্গাচোরা থাকার কারণে এ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল না। সে সময়ে সাধারণ পরিবহনের মাধ্যমে যাত্রীসেবা প্রদান করা হয়েছে। হঠাৎ করে জনবহুল এ সড়কে বিআরটিসি বাস চালু করে নিয়মনীতির লঙ্ঘন করা হয়েছে। ফলে এ সড়কে সাধারণ পরিবহনের মালিক ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি জানান, মালিক ও শ্রমিকদের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী এই অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

এদিকে, বাস ধর্মঘট চললেও সড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিআরটিসি বাস চলাচলের কারণে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কয়েকদিনের মধ্যে তারাও ধর্মঘটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে এই সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান করেন সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

 

টাইমস/এইচইউ

Share this news on: