ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব ছড়ানোয় নারায়ণগঞ্জে যুবক আটক

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ফেসবুকে লবণের দাম বাড়ার গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম আবদুল করিম।

মঙ্গলবার দুপুরে নিতাইগঞ্জে দোকানের সামনে থেকে তাকে আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, নিতাইগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ে দাম বেড়ে যাবে প্রচারণার পাশাপাশি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছে ওই যুবক। সে কারণে তাকে আটক করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে দাম বেড়ে যাবে গুজবে নিতাইগঞ্জের পাইকারি বাজারে লবণ বিক্রির হিড়িক পড়ে গেছে। তবে বিক্রেতারা জানান, দাম বাড়ানোর বিষয়টি তাদের জানা নেই। আগের দামেই লবণ বিক্রি করছেন তারা।

নিতাইগঞ্জ এসআর ট্রেডিংয়ে বিক্রেতা বাবু মিয়া জানান, ফেসবুকে একটি খবর বের হয়েছে যে লবণ সঙ্কট। কিন্তু বাজারে কোন লবণের সঙ্কট নেই। এ খবরের পর চাহিদার চেয়ে বেশি লবণ বিক্রি হয়েছে কিন্তু সেটিও পুরনো দামেই। ক্রেতারা ১০ বস্তার পরিবর্তে ৫০ বস্তা লবণ নিচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: