বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিনসহ ছয়টি বগি নিয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সোয়া ১টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টে ঢোকার সময় দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়েছে। ময়মনসিংহ থেকে আসা একটি লোকাল ট্রেন কুলিয়ারচর স্টেশনে থেমে আছে।

ভৈরব স্টেশনমাস্টার কামরুজ্জামান বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। তিন ঘণ্টার মধ্যে লাইন ট্রেন চলাচলের উপযোগী করা যাবে বলে আশা করা যাচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: