সিরাজগঞ্জ: বিয়ের অনুষ্ঠানে মদ পানে দুই জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ৮

বিয়ের অনুষ্ঠান শেষে মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৌর এলাকার দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দিয়ারা গ্রামের তোজাম্মোল হকের ছেলে গোলাম রব্বানি সাদ্দাম (২৫) ও কোরবান আলীর ছেলে রাসেল রানা (৩১)।

আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন- একই গ্রামের কোরবান আলীর ছেলে রাশেদ আহম্মেদ (১৬), রমজান আলীর ছেলে আবু বক্কার (২৫), কামরুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৬), বকুল মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (২২), আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫), সালাম মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), ওয়াহাব আলীর ছেলে রোমান আহম্মেদ (২২) ও নূরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৫)।

পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে দিয়ারা গ্রামের সিদ্দিকের ছেলে সৈনিক মানিকের বিয়ের অনুষ্ঠান হয়। রাত ১১টার দিকে ওই গ্রামের নদীর ঘাটে বসে ১০/১২ জন যুবক মদ পান করে। মদের বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে বমি করতে থাকেন তারা। এ সময় কাজিপুর উপজেলা হাসপাতালে একজন এবং বগুড়ার হাসপাতালে নেবার পথে আরেকজন মারা যায়। গুরুতর অসুস্থ ৮ জনকে কাজিপুর ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এসআই

Share this news on: