ময়মনসিংহে ককটেল বিস্ফোরণ

ময়মনসিংহ শহরে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুরে ময়মনসিংহ মহাবিদ্যালয়ের কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু হঠাৎ করে শহরের মহাবিদ্যালয়ের কাছে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে। পরে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিন্ত্রণে আনতে সক্ষম হয়।

শহরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা ভোট দিতে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সারিও দেখা গেছে।

শহরের সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এক ভোটার জানান, ভোট দিতে কোনো অসুবিধায় পড়তে হয়নি।

তবে বিএনপির প্রার্থী আবু ওহাব আকন্দ সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, কয়েকটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাল ভোট দেওয়ার কথাও জানতে পেরেছেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: