ময়মনসিংহ বিভাগে ভোট বর্জন করলেন যারা

ভোটে কারচুপি, অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তুলে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর জেলার বিভিন্ন আসনে নির্বাচন বর্জন করেছেন প্রার্থীরা। এদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৩, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৬,  ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-৯, ময়মনসিংহ-১০, ময়মনসিংহ-১১, আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তারা হলেন, ময়মনসিংহ- ৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ- ৫ আসনের জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ- ৬ আসনের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ- ৯ আসনের খুররম খান চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনের ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু ভোট বর্জন করেছেন।

জামালপুর: জাতীয় ঐক্যফ্রন্টের জামালপুর-২ আসনের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ও জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল ভোট বর্জন করেছেন।

শেরপুর: জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শেরপুর-২ আসনের ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল ভোট বর্জন করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: