বাম জোটের ফলাফল প্রত্যাখ্যান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে বাম গণতান্ত্রিক জোট। এ নির্বাচনকে ‘প্রহসনের’ নির্বাচন বলে মন্তব্য করে এই জোট। রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম জোট ফলাফল প্রত্যাখ্যানের কথা জানায়।

বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোটা দেশকে অবরুদ্ধ করে ভোটারদের ভোটাধিকার হরণ করে আরও একবার যে জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হল। বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বাম জোট। বাম নেতারা বলেন, ভোর থেকেই দেশব্যাপী ভোট কেন্দ্র দখল, প্রকাশ্য জালিয়াতি, ব্যালট পেপারে প্রকাশ্যে নৌকা মার্কার সিল মারতে বাধ্য করা, বিরোধী দলীয় ভোটারদের জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া, কোথাও সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া ঘটনা ঘটে। এ নির্বাচনকে তারা অর্থহীন ও হাস্যকর বলে মন্তব্য করে।

 

টাইমস/জিএস

Share this news on: