ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ২০ টাকা!

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করেছে বিআরটিসি ডাবল ডেকার বাস। তবে শর্ত হলো সিট পূরণর হওয়ার পর দাঁড়িয়ে যাওয়া যাত্রীরা এই ভাড়ায় যাতায়াত করতে পারবে।

রোববার সকাল থেকে এ সার্ভিস চালু করে বিআরটিসি। এতে ব্যাপক সাধুবাদ জানাচ্ছেন ঢাকা-নারায়ণগঞ্জ রোডে নিয়মিত চলাচলকারী যাত্রীরা।

বিআরটিসি কাউন্টার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের নির্ধারিত ভাড়া ৩০ টাকা। তবে বাসে সিট না পেয়ে অনেক যাত্রী দাড়িয়ে যাতায়াত করে। যারা দাড়িয়ে যাতায়াত করে শুধুমাত্র সেই যাত্রীদের সুবিধার্থে নতুন টিকেট চালু করা হয়েছে। তাদের জন্য বাসের ভাড়া ১০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তবে বাসের এই সার্ভিস কেবল নির্দিষ্ট সময়ের জন্য। চাষাঢ়া বাস কাউন্টার থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ও বায়তুল মোকাররম মসজিদ নিকটবর্তী কাউন্টার থেকে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে। দিনের অন্যান্য সময় টিকেটের মূল্য ৩০ টাকা।

যদিও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের বাস ভাড়া এসি ৫৫ এবং নন-এসি ৩৬ টাকা।

বিআরটিসি ডাবল ডেকার বাসের কার্যক্রমে সহযোগিতায় রয়েছে উৎসব পরিবহন সার্ভিস। নতুন সার্ভিস বিষয়ে উৎসব পরিবহনের চেয়ারম্যান কামাল মৃধা বলেন, সকালে ৮-১০টা ও বিকালে ৫-৮ টা পর্যন্ত প্রচুর যাত্রী হয়। তখন বিআরটিসি ডাবল ডেকার বাসে দাঁড়িয়ে অনেক যাত্রী যাতায়াত করে। যারা দাড়িয়ে যাতায়াত করে সেই যাত্রীদের সুবিধার্থে ভাড়া ১০ টাকা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। কিন্তু অন্যান্য সময় ভাড়া পূর্বের ন্যায় ৩০ টাকায় থাকবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: