‘বসতে বলায়’ বাকৃবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বসতে বলায়’ এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম আনসার আলী। তিনি ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম শাহ আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সিড সায়েন্স ও টেকনোলজি বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে চা খাচ্ছিলেন আনসার আলী। এ সময় সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক শাহ আলম। এ সময় শাহ আলমকে বসতে বলেন আনসার। এতে শাহ আলম ক্ষিপ্ত হন। পাশের দোকান থেকে একটি চ্যালা কাঠ নিয়ে এসে আনসারকে মারধর করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন আনসার আলী। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বসতে বলায় শাহ আলম অকারণে তার প্রতি ক্ষিপ্ত হন এবং মারধর শুরু করেন। মারধরের কারণে সে ডান কাঁধ, মাথা ও কপালে প্রচণ্ড আঘাত পেয়েছে। এরপর সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ১৭ ডিসেম্বর তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এ অবস্থায় পরীক্ষায় বসা নিয়ে তিনি শঙ্কিত।

মারধরের বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহ আলম বলেন, ভালোভাবে বসতে বললে তো কারও প্রতি ক্ষিপ্ত হওয়ার কথা না। আনসার আমার এলাকার ছোট ভাই। বেশ কিছু দিন ধরে সে আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে জ্বালাতন করে আসছিল। বারবার নিষেধ করলেও শোনেনি। রোববার সন্ধ্যায় আমাকে বিকৃতভাবে বসতে বলায় আর মেজাজ নিয়ন্ত্রণ করতে পারিনি।

অভিযোগ বিষয়ে প্রক্টর মো. আজহারুল হক বলেন, এসব বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: