মাত্র ৭ মাস বয়সে মেয়র হলেন চার্লি!

টেক্সাসের হোয়াইটহলের মেয়র হিসাবে অভিষেক হয়েছে ৭ মাস বয়সী উইলিয়াম চার্লস ম্যাকমিলানের। বর্তমানে তিনিই আমেরিকার ইতিহাসে সর্ব কনিষ্ঠ মেয়র। উইলিয়াম চার্লস ‘চার্লি’ ম্যাকমিলিয়ান অথবা মেয়র চার্লি হিসাবে পরিচিত।

হোয়াইটহল কমিউনিটি সেন্টারে রোববার বিকেলে তার নিয়োগের উদযাপন উপলক্ষে প্রায় ১৫০ জন অতিথির সামনে তিনি উপস্থিত হয়েছিলেন। গেল অক্টোবরে গ্রিমেস কাউন্টির স্থানীয় কমিউনিটির মেয়র হিসেবে নির্বাচিত হবার প্রেক্ষিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়।

নিকটস্থ টেক্সাস শহরের নাভাসোটার কাউন্সিলর জোশ ফুল্টজ (৪১) উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি জানিয়েছেন যে, চার্লি তার দত্তক বাবা-মা চাদ ও ন্যানসি ম্যাকমিলিয়ানের সঙ্গে বিকাল ৪.৩০ মিনিটের দিকে মঞ্চে এসে উপস্থিত হন। এসময় স্থানীয় সম্প্রদায়ের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

ফুল্টজ বলেন, “তিনি (মেয়র) মঞ্চে বসেছিলেন এবং আশেপাশের লোকদের দিকে তাকিয়ে এক রকম গু-গু-গা-গা ধরণের শব্দ করছিলেন।” ফুল্টজ আরও বলেন, এই ইভেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত বাজানো হয়। স্থানীয় হাই স্কুলের নাচের দল সেখানে অংশগ্রহণ করে।

“প্রত্যেকেই তাকে (মেয়র) ধরতে এবং তার সঙ্গে ঘুরে বেড়াতে চেয়েছিল। এসময় সবাই অনেক আনন্দিত ছিল। আমরা আমাদের দেশের ইতিহাসের একটি কঠিন সময়ে এসেছি। আপনারা মেয়র চার্লি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ভালবাসা ফিরিয়ে আনতে সহায়তা করবেন। এটাই আসলে সবার প্রত্যাশা” বলেও মন্তব্য করেন তিনি।

শপথ বাক্যটি ছিল- “আমি, উইলিয়াম চার্লস ম্যাকমিলান, প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি বিশ্বস্তভাবে হোয়াইটহলের মেয়রের কার্যভার সম্পাদন করব এবং আমার পক্ষে সর্বোচ্চ যতটা করা সম্ভব তাই করব: খেলার মাঠে প্রত্যেকের প্রতি সদয় হোন, জীবনকে উপভোগ করুন, ভালো জিনিস গ্রহণ করুন, পরিষ্কার দেশে বাস করুন, রাস্তা প্রশস্ত করুন, স্বেচ্ছাসেবক ফায়ার বিভাগকে সহায়তা করুন, বড় বড় ক্যাটফিশ ধরুন এবং হোয়াইটহলের সম্প্রদায়কে সংরক্ষণ করুন, সুরক্ষা করুন এবং রক্ষা করুন, তাই আমাকে ও আমার মা-বাবাকে সাহায্য করুন।”

প্রতি বছর হোয়াইটহল স্বেচ্ছাসেবক দমকল বিভাগের বার্ষিক অর্থ সংগ্রহের কর্মসূচির অংশ হিসেবে এই সম্মানসূচক মেয়রের পদটি নিলামে তোলা হয়। ২০শে অক্টোবর সর্বোচ্চ দরদাতা হিসেবে চার্লি এই পদে নির্বাচিত হন। তথ্যসূত্র: এমএসএন.কম নিউজউইক.কম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on: