‘ঢাকা রক ফেস্ট’ ২৭ ডিসেম্বর

বিভিন্ন ব্যান্ড দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে ২৭ ডিসেম্বর শুক্রবার আয়োজন করা হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট-২০১৯’।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে এই আয়োজন করছে স্কাই ট্র্যাকার লিমিটেড। পৃষ্ঠপোষকতায় আছে গানবাংলা টিভি ও বাংলালিংক।

জানা গেছে, এবারের রক ফেস্টে অংশ নেবে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন ও সিন নামে কয়েকটি ব্যান্ড দল।

আয়োজক স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা আলম জানান, প্রথমবারের মতো আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দল নিয়ে এমন আয়োজন করছে তারা।

এছাড়া টিকিট বিক্রির ব্যাপারে আয়োজকরা বেশ ভালো সাড়া পাচ্ছে বলেও জানান তিনি।

২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এর গেট ওপেন হবে। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: