‘অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে’

নির্বাচনের পরপর নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে মারধর ও গণধর্ষণের ঘটনায় জড়িত অপরাধী যারাই হোক, কেউ পার পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের আইজির সঙ্গে কথা হয়েছে। একজন ডিআইজি সেখানে গেছেন। প্রশাসন এ ব্যাপারে তৎপর, সরকারও কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, ঘটনাটি আমি সেদিনই শুনেছি। যদিও আমার নির্বাচনী এলাকায় না, তবে ঘটনাটি আমার জেলা নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে ওবাইদুল কাদের বলেন বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

বিএনপি ও ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সাতজন এমপির শপথের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শপথের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। আশা করি, তারা জনগণের রায়কে সম্মান জানাবেন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: