নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন-আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) ও আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল রওফে মানজুম আতিক (২৯)।

আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও দুটি ল্যাপটপসহ’ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও দু’টো ল্যাপটপ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা দাওয়াতি শাখার সমন্বয়কারী। তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: