বরিশালে খালে মিলল মাথার খুলি-হাড়

বরিশালে খাল থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনের খাল থেকে এসব উদ্ধার করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের (১১ নম্বর ওয়ার্ড) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বেলা একটার দিকে ওই খাল থেকে বর্জ্য অপসারণ করছিল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় সেখান থেকে মানুষের মাথার একটি খুলি ও দুটি হাড়ের অংশবিশেষ ময়লার সঙ্গে উঠে আসে। পরে বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। মেডিকেল কলেজের পেছনের খাল থেকে একটি মাথার খুলি ও বাহুর হাড়ের কিছু অংশ পাওয়া গেছে। এটা কীভাবে এসেছে সেটা তদন্তের ব্যাপার। পুলিশ এটা তদন্ত করলে হয়তো বের হয়ে আসবে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাথার খুলি ও দুটি হাড় কিভাবে খালে গেল তা খতিয়ে দেখা হবে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: