মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশী আটক

মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশীসহ ৪৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশ ছাড়ার নির্দেশ দেয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করায় তাদের আটক করা হয়েছে। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টারের খবর।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদের বরাতে সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, ১ জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোট ১২৪টি অভিযান চালায়। এসময় এক হাজার ৮৭১ বিদেশিকে শনাক্ত করে কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে সর্বোচ্চ ২২০ জন ইন্দোনেশিয়ান আটক হয়েছেন। এছাড়া চীনের ৮৯, বাংলাদেশের ৭৮, মিয়ানমারের ৪২ এবং ফিলিপাইনের ২২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খায়রুল জাইমি দাউদ।

 

টাইমস/এসএন/আরএ/এইচইউ

Share this news on: