সিলেটে ট্রাফিক পুলিশের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই দায়িত্ব পালন করতে দেখা যায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে।
সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, নাইওরপুল, বন্দরবাজার, উপশহর, শিবগঞ্জ পয়েন্টসহ সিলেট নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রাফিক পয়েন্টেই নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
মূলত ঢাকার পরই দ্বিতীয় ধাপে সিলেট নগরীতে মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) নতুন এই ইউনিফর্মের ব্যবহার শুরু হলো।
এর আগে ১৫ নভেম্বর ঢাকায় প্রথমবারের মতো পুলিশের সদস্যরা নতুন পোশাকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেন।
সিলেটে নতুন পোশাকের প্রথম দিনেই পুলিশ সদসয়দের দেখতে পেয়ে নগরবাসী বলছেন ইউনিফর্মের এ পরিবর্তন পুলিশের দায়িত্ব পালনের চিত্রকে আরও শৃঙ্খলাবদ্ধ, স্মার্ট ও আধুনিকভাবে উপস্থাপন করবে বলে মনে করছেন নাগরিকরা।
পিএ/এসএন