ফিলিপাইনে ‘উসমানের’ আঘাতে নিহত ৮৬

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘উসমানের’ আঘাতে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। বুধবার ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ফিলিপাইনের ক্যালাবার্জন, মিমারোপা, বাইকল এবং পূর্ব ভিসায়াস এলাকায় আঘাত হানা এই ঝড়ে প্রায় তিন লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে পূর্ব ভিসায়াসের ২২ হাজার মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

এ ছাড়া দেশটির কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলগুলোর সব বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঝড়ে প্রায় ৭০ লাখ টাকার কৃষিজ দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: