বিএনপির কাছে বিপ্লব আশা করা যাবে না : মির্জা ফখরুল

বিএনপি একটি উদারপন্থী দল, এই দলের কাছে বিপ্লব আশা করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্বাচনে আস্থাহীনতা, ইভিএমের ব্যবহার: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক শওকত মাহমুদের সভাপতিত্বে গোলবৈঠকে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আখতার হোসেন।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি তার নিজস্ব চরিত্র নিয়ে এগিয়ে যাবে। আমরা (বিএনপি) প্রতিটি মুহূর্তে আন্দোলনের মধ্যেই রয়েছে।

বিএনপি কিভাবে প্রতি মুহূর্তে আন্দোলনের মধ্যে আছে, এর ব্যাখ্যায় তিনি বলেন, আমরা আদালতে  যাই, আলোচনা করি, নির্বাচনে যাই, সবই আন্দোলনের অংশ। এই আন্দোলনগুলোকে একসঙ্গে করে আমরা বড় আন্দোলনের দিকে এগিয়ে যাব। আমরা হঠাৎ কিছু করে আবার নিশ্চিহ্ন হয়ে যেতে চাই না।

ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে এক করতে পারলে বিএনপিই নির্বাচনে জয়ী হব।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: