চীনের পরিকল্পনায় উদ্বিগ্ন ভারত

মিয়ানমারের কিয়কপিউ শহরে বঙ্গোপসাগরের উপকূলে একটি গভীর সমুদ্রবন্দর বানাবে চীন। এটি নির্মাণে ব্যয় হবে কয়েকশ’ কোটি ডলার।

বন্দরটি নির্মাণ হলে এটি হবে দক্ষিণ এশিয়ায় চীনের তৈরি তৃতীয় সমুদ্রবন্দর। তবে চীনের এই বন্দর নির্মাণের পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। কারণ ভারতের কাছাকাছি আরও দুটি চীনের তৈরি বন্দর রয়েছে।

ভারতের আশঙ্কা, চীন প্রতিবেশি দেশগুলোতে বন্দর নির্মাণ করে ভারত মহাসাগরকে ঘিরে ফেলছে।

বৃহস্পতিবার প্রকল্পটিতে অর্থায়নসহ আরও কয়েকটি বিষয় নিয়ে চীন ও মিয়ানমারের মধ্যে এ বন্দর তৈরির চুক্তি সই হয়েছে।

বর্তমানে পাকিস্তানে একটি গভীর সমুদ্রবন্দরের নির্মাণ কাজ করছে চীন। যার সম্মুখভাগেই আছে ‍মুম্বাই উপকূল। অন্যদিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চীন। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামেও চীন একটি বন্দরের অর্থায়ন করছে।

Share this news on: