ময়মনসিংহে ১০ জয়িতাকে সংবর্ধনা

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের অধীনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের ১০ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত জয়িতারা হলেন- জামালপুরের মোছা. নাজমা রশিদ, মোছা. কল্পনা মোছা. সাবিনা ইয়াসমীন ও রাজিয়া বেগম, ময়মনসিংহের শামীমা চৌধুরী, মোছা. জুলেখা খাতুন, শেরপুরের মোছা. আইরিন, তৃঞ্জা আগাথা ম্রং, জুসনা বেগম, নেত্রকোণার মোছা. কুলসুম এ খাতুন।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে নির্বাচিত ৫ জন জয়িতার জীবন সংগ্রামের ওপর ধারণ করা ভিডিও প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: