সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে হেলপারকে ছুরিকাঘাতে খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে একটি কাভার্ডভ্যানের হেলপারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছিনতাইকারীরা। তবে এসময় চেকপোস্টে কোন পুলিশ ছিলনা।

শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকার পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতের নাম সাগর (৩০)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি কাভার্ডভ্যান শনিবার রাতে নরসিংদী যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় পুলিশ চেকপোস্ট দেখে চালক-হেলপার প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ছিনতাইকারীরা প্রথমে হেলপার সাগরকে ছুরিকাঘাত করে। এতে বাধা দিলে চালককেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরই মধ্যে ঘটনাস্থলেই হেলপার মারা যান। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বলেন, নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: