ইরাক থেকে সেনা প্রত্যাহারের সম্মানজনক পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরাকে মোতায়েন করা সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র সম্মানজনক পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ফোর্ড। ইরানের প্রেস টিভির এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।

পিটার ফোর্ড বলেন, মার্কিন ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানি নিহতের জেরে ইরানের মিসাইল হামলায় ইরাকে কোণঠাসা হয়ে পড়েছে আমেরিকা। তাই তারা সম্মানজনক উপায়ে ও একটা যৌক্তিক কারণ দেখিয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ইরাক থেকে মার্কিন সেনা হঠাতে দেশটির পার্লামেন্টে সম্প্রতি একটি প্রস্তাব পাস হয়েছে। এছাড়া ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বাগদাদে অন্তত ২৫ লাখ মানুষ বিক্ষোভ করেছে।

ইরাকের বেশিরভাগ মানুষ দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি দেখতে চায় না। এটা তাদের জন্য অসম্মানের ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও ভিয়েতনামের মতো ইরাকে রাজনৈতিকভাবে অপমানিত হতে চান না। তাই তিনি ইস্যু তৈরি করে ইরাক থেকে বিদায় নিতে চান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: