ভারতের অন্ধ্রপ্রদেশে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১২ই ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার তুলাসিপাকলু গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ ও বিবরণ জেলা প্রশাসকের তথ্যমতে, বাসটিতে ৩৫ জন যাত্রী, দুজন চালক এবং একজন ক্লিনার ছিলেন। বাসটি অন্ধ্রপ্রদেশের চিত্তর থেকে তেলেঙ্গানার ভদ্রাচলমে অবস্থিত শ্রী সীতারাম মন্দিরে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, ভোরবেলায় ঘন কুয়াশা থাকায় চালক রাস্তার বাঁকটি ঠিকমতো দেখতে পাননি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযান ও সরকারি পদক্ষেপ দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে চিন্তুর কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
তথ্যসূত্র এনডিটিভি
আরপি/এসএন