সেনবাগে ‘গোলাগুলিতে’ ১২ মামলার আসামি নিহত

নোয়াখালীর সেনবাগে গ্রেপ্তারের পর ‘গোলাগুলিতে’ ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন ইউসুফ (৪৪)।

মঙ্গলবার ভোরে উপজেলার বীরকোট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ইউসুফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইউসুফকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় তিন পুলিশ আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি রাম দা উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে সেনবাগ থানায় ডাকাতি, চুরি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on: