সহজ জয় পেল চিটাগং ভাইকিংস

রংপুর রাইডার্সের দেয়া ৯৯ রানের টার্গেট ৫ বল আগেই টপকে গেছে চিটাগং ভাইকিংস। তবে ৬ বছর পর বিপিএলে প্রত্যাবর্তনটা সুখকর হলো না আশরাফুলের। ৫ বলে মাত্র ৩ রান করেই শফিউল ইসলামের শিকার সাজঘরে ফিরেছেন তিনি।

আশরাফুল দ্রুত ফিরে গেলেও ভাইকিং অধিনায়ক মুশফিকের ২৫ এবং আফগান হার্ডহিটার শেহজাদের ঝড়ো ২৭ রানের সুবাদে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে চিটাগাং ভাইকিংস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইর্ডাস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রংপুর। বিপিএল ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। অষ্টম উইকেটে সোহাগ গাজীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রবি বোপারা। বোপারার সঙ্গে গাজীর ৪৯ রানের জুটিতে লজ্জার হাত থেকে বেঁচে যান মাশরাফি। রংপুর রাইডার্সের সোহাগ ও বোপারা বাদে কেউ আর দুই অংকের খাতা খুলতে পারেন নাই। অপরদিকে বল হাতে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

এদিকে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণে ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়ার নজির স্থাপন করেছেন তিনি। বাংলাদেশ, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিলেট বিভাগ ও রংপুর রাইডার্সের প্রতিনিধিত্ব করে এ এলিট ক্লাবে প্রবেশ করেছেন ম্যাশ। সব মিলিয়ে বিশ্বের ১১তম অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

টাইমস/এএস

Share this news on: