বাংলাদেশের প্রথম ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক হিসেবে আইসিসি থেকে স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান। জাতীয় ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের (এম), ইমরুল কায়েসের (কে) এবং ব্যাট যিনি কাস্টমাইজ করবেন বা তৈরি করবেন সেই এইচএম আফতাব শাহিনের (এস) নামের প্রথম অক্ষর মিলিয়ে এই ‘‘এমকেএস’’ নাম রাখা হয়েছে।
আইসিসি থেকে ‘‘এমকেএস স্পোর্টস’’ নামে অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে ব্যাট নিয়ে ক্রিকেট বাজারে আত্মপ্রকাশ করেছে তারা। আপাতত হ্যান্ড গ্লাভসও আছে তাদের। দ্রুতই বল প্রস্তুতে পা বাড়াতে এমকেএস। নতুন হলেও ইতিমধ্যে এমকেএস ব্যাটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে দেশের বাজারে। দেশে বিক্রির আগেই ইংল্যান্ড থেকে অর্ডার আসছে ব্যাটের।