ডেইজি শারীরিকভাবে লাঞ্ছিত

রাজধানীর উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ (ডিএসসিসি) সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কেন্দ্রে ঢোকার সময় ডেইজি সারোয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তার কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে বলেও বাংলাদেশ টাইমসকে জানিয়েছেন তিনি।

মোহাম্মদপুরের বায়তুল ফালাহ কেন্দ্রে ভোট দিতে এসে এই ধরণের ঘটনার শিকার হন ডেইজি সারোয়ার।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নাম্বার ওয়ার্ডের বাইতুল ফালাহ কেন্দ্রর সামনে লাঙ্গল সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর সমর্থকরা নৌকার প্রার্থী ডেইজি সারোয়ারকে টেনে হিঁচড়ে তার পরিহিত কামিজ ছিড়ে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়।

লাঞ্ছিত হওয়ার পর লাঙল ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুই পক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়।

এদিকে এই ঘটনায় লাঞ্ছিত ডেইজি সারোয়ার মামলা করবেন বলে জানান।

 

টাইমস/জেকে/টিএইচ

Share this news on: