বেনাপোলে ১৫ দিনে সাড়ে ৩৭ হাজার জনের করোনা ভাইরাস পরীক্ষা

করোনা ভাইরাস প্রতিরোধে বিগত ১৫ দিনে বেনাপোল ইমিগ্রেশনে  সাড়ে ৩৭ হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা এই পরীক্ষা করেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে ৩৭ হাজার জনের পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশি-বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যেহেতু সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তাই জনবল কিছুটা বাড়ানো হলে সুবিধা হতো।

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে যারা আসছেন, ভাইরাসমুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব ইমিগ্রেশনে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: