জাইজি ঝড়ে ১৮৯ রানের পাহাড় গড়ল ঢাকা

আসরের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪১ বলে ৭৮ রান করেছেন হজরতউল্লাহ জাইজি। সেই সুবাদে ২০ ওভার শেষে ১৮৯ রানের পাহাড় গড়েছে ঢাকা ডাইনামাইটস।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই ঝড় তুলেন হজরতউল্লাহ ও সুনিল নারিন জুটি। মাত্র ৪১ বলে সাতটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৭৮ রান করেন হজরতউল্লাহ জাইজি। সুনিল নারিনের করেন ২৮ বলে ৩৮ রান। এছাড়াও শেষদিকে শুভাগত হোম ১৪ বলে ৩৮ রানের টর্নেডোর সুবাদে ১৮৯ রানে থামে ঢাকার ইনিংস।

এই ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হল মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে জয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি।

ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাইজি, সুনীল নারিন, কায়রন পোলার্ড, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, মোহর শেখ ও রুবেল হোসেন।

রাজশাহী কিংস: সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, লরি ইভান্স, ক্রিশ্চিয়ান জনকার, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও কাজী আহমেদ।

 

টাইমস/এএস

Share this news on: