হাসপাতালে ভর্তি চীন ফেরত ৭ জনের দেহে করোনাভাইরাস মেলেনি

চীন থেকে ফেরা ৩১২ জন বাংলাদেশীর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। ওই সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা।

সোমবার এক সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এসময় প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আইইডিসিআর প্রধান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, রোববার রাতে আমরা চীন ফেরত ওই ৭ জনের সার্বিক রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে, তাদের দেহে করোনাভাইরাস নেই।

এসময় ডা. ফ্লোরা আরও বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সন্দেহজনক ৭ জনকে আশকোনা হজ ক্যাম্পে ফিরিয়ে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ৩১২ জন বাংলাদেশী বিমানের বিশেষ ফ্লাইটে চীন থেকে দেশে ফেরে। তাদের মধ্যে সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) ভর্তি করা হয়।

চীন থেকে ফেরত আসা যাত্রীদের শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ দল প্রস্তুত রয়েছে। এছাড়া প্রয়োজনীয় নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরের অপর একটি দলও প্রস্তুত রয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: