আওয়ামী লীগকে পরাজিত করার মত শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

‘আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম এমন কোন রাজনৈতিক শক্তি এখন দেশে নেই। তাই দলের ঐক্যবদ্ধতা সমুন্নত রাখার কোন বিকল্প নেই।’

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। বিএনপিতে কোনো ঐক্য নেই। আর ঐক্য না থাকার কারণে তাদের সংগঠন আজ ধ্বংসের মুখোমুখি।

হাছান মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ও সক্ষমতা আমরা ঢাকা সিটি নির্বাচনে প্রমাণ করেছি। ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। যেকারণে দুই মেয়র পদসহ আওয়ামী লীগের প্রার্থীরা ব্যাপকভাবে জয়লাভ করেছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।

রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও যোগ্যতার ভূয়সী প্রশংসা করে তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া আওয়ামী লীগ একদিনও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ দলীয় নেতাকর্মীদের সে শিক্ষায় দিয়ে যাচ্ছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: