ফুলপুরে অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ, দুজনকে কারাদণ্ড

সরকারি আদেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং খোলা রাখায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তা বন্ধ করে কোচিংয়ের মালিকসহ দুইজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৮টায় উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড়ে আরিফ কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- কোচিং সেন্টারের মালিক ও সাহাপুর গ্রামের মৃত মোছলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের শাহেদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম (২০)।

জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালীন ‘আরিফ প্রাইভেট সেন্টার’ নামে একটি কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছিল আরিফুল ইসলাম। সোমবার সকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আরিফ কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।

এসময় কোচিং সেন্টার বন্ধের খবর পেয়ে কোচিং সেন্টারের প্রায় শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ভাইটকান্দি মোড় এলাকায় রাস্তার উপর গাছের টুকরো ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। রাস্তা অবরোধ করায় ইউএনও'র গাড়িসহ রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়।

পরে খবর পেয়ে ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে ফুলপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় কোচিং সেন্টারের মালিক আরিফুল ইসলাম (৩৫) ও তার সহযোগী তৌহিদুল ইসলামকে (২০) আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি আদেশ অমান্যের অপরাধে আরিফুল ইসলাম ও তৌহিদুল ইসলামকে দণ্ডবিধি ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার চালাচ্ছিল। অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভ্রাম্যমাণ আদালত ২ জনকে সাজা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি আদেশ অমান্য করায় আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: