মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশন মাত্রা সহনীয় রয়েছে: বিটিআরসি

দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা মোবাইল ফোনের টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশনের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এমনকি বিটিআরসি পরিচালিত জরিপে মোবাইল ফোন টাওয়ারের রেডিয়েশন থেকে মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলেও জানা গেছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘টাওয়ার রেডিয়েশনের মানদণ্ড ও সাম্প্রতিক জরিপ’ শীর্ষক আলোচনা সভায় বিটিআরসি’র মহাপরিচালক (স্পেকটাম) ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম এসব তথ্য দেন।

সভায় বিটিআরসি’র মহাপরিচালক বলেন, দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় স্থাপন করা মোবাইল ফোনের টাওয়ার গুলোর রেডিয়েশনের মাত্রা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় রেডিয়েশনের যে মাত্রা পাওয়া গেছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই মাত্রা অনেক সহনীয় পর্যায়ে রয়েছে।

এসময় বিটিআরসি’র কমিশনার আমিনুল হাসান বলেন, মোবাইল ফোন টাওয়ারের রেডিয়েশন মাত্রা সন্তোষজনক। বিটিআরসি নিয়মিত রেডিয়েশন পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া আরও উন্নত নেটওয়ার্কিং সেবা নিশ্চিত করতে উন্নত ও উপযোগী প্রযুক্তি ব্যবহারে বিটিআরসি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও উন্নত সেবা পেতে চাইলে আরও বেশি মোবাইল সাইট স্থাপনের বিকল্প নেই।

আমিনুল হাসান আরও বলেন, দেশের উচ্চ আদালত মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশন সংক্রান্ত প্রতিবেদন জানতে চেয়ে আমাদেরকে নোটিশ দিয়েছেন। আমরা খুব দ্রুতই সেই প্রতিবেদন দাখিল করব।

আলোচনা সভায় বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এ্যান্ড অপারেশন্স বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহা বলেন, রেডিয়েশন দুই প্রকার। যার একটি হলো আয়োনাইজিং ও অন্যটি নন-আয়োনাইজিং। এর মধ্যে আয়োনাইজিং রেডিয়েশন মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন, পারমানবিক বর্জ্য, সূর্যের ক্ষতিকর বেগুনী রশ্মি, গামা রশ্মি ইত্যাদি। এসব রেডিয়েশন মানুষের শরীরের ডিএনএ পর্যন্ত পরিবর্তন করে ফেলতে পারে। তবে নন-আয়োনাইজিং রেডিয়েশন কম শক্তির হওয়ায় তা মানবদেহ ও পরিবেশের জন্য কোনো ঝুঁকি বহন করে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে মোবাইল নেটওয়ার্কিং টাওয়ারে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেক টাওয়ারের ওপর পাখির বাসাও পেয়েছি আমরা।

বিটিআরসি আয়োজিত সভায় অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, মোবাইল টাওয়ার রেডিয়েশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইদানিং অনেক চিকিৎসকের মধ্যে রেডিয়েশন নিয়ে মনগড়া মন্তব্য করার প্রবণতা তৈরি হয়েছে। এটা ঠিক নয়।

অনুষ্ঠানে এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) বলেন, আমরা এখন ফোর জি সুবিধা উপভোগ করছি। সামনে ফাইভ জি আসছে। এ অবস্থায় কিভাবে প্রযুক্তিকে আরও ভালো ভাবে কাজে লাগানো যায় সে চিন্তা না করে অপপ্রচার চালিয়ে আমরা প্রযুক্তির ব্যবহার রুদ্ধ করতে চাচ্ছি। এতে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হবে।

এসময় অনুষ্ঠানে আগত বিশেষজ্ঞ ও অতিথিরা রেডিয়েশনের মাত্রা পরীক্ষায় বিটিআরসি’র উদ্যোগকে স্বাগত জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: