কুমিল্লায় ভেকু মেশিন উল্টে নারী নিহত, আহত ৫

কুমিল্লার অশোকতলায় রেল গেইটে মাটি কাটার ভেকু মেশিন উল্টে এক নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত পাঁচজন। বুধবার সকাল ১০টার দিকে নগরের অশোকতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সহিদা বেগম (৬৫)। তিনি নগরের অশোকতলা এলাকার খোরশেদ মিয়ার স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন- অশোকতলা এলাকার চা দোকানি নাসির উদ্দিন (৭০), তার স্ত্রী ফাতেমা বেগম (৬০), বাকি মিয়া (৪২), আবদুর রহিম (৪০) ও দৌলতপুর ছায়াবিতান এলাকার হাবিবুর রহমান (৫৫)।

কুমিল্লা রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাউল আলম চৌধুরী জানান, রেলের ডাবল লাইন তৈরির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন অশোকতলার রেল গেইটে একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় সেটি পাশের তরকারি বিক্রির ভ্যানের উপর গিয়ে পড়ে। এ ঘটনায় ৬ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সহিদা বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মেশিনের ধাক্কায় পাশের একটি চায়ের টং দোকান গুঁড়িয়ে যায়। চারটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: