ট্রাম্পের অচল অবস্থা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি

যুক্তরাষ্টের এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল এক খোলা চিঠিতে হুশিয়ারি করে বলেছে, ট্রাম্পের অচল অবস্থা যুক্তরাষ্টের আকাশ ও সাধারন যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দিচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের্ এই অচল অবস্থার জন্য মার্কিনীদের তথা বিমানকর্মীরা ও সাধারন যাত্রীরা হুমকির মুখে পড়ছে। খবর এপির।

প্রায় ৩২টি বেসামরিক বিমান সংস্থার ৬১ হাজার পেশাদার পাইলটের এ সংগঠন চলমান অচলাবস্থার কারণে এই চিঠিতে সৃষ্ট নিরাপত্তা হুমকির বিশদ বিবরণ তুলে ধরেছেন। এ চিঠিতে বেসামরিক বিমান চলাচল খাতে নিয়োজিত মার্কিন ফেডারেল কর্মীদের দুর্দশার কথা তুলে ধরা হয়।

অচল অবস্থার কারনে খাদ্য, বাসস্থান, পরিবহনসহ মৌলিক চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। এর কারনে তারা কাজে যোগ দিতে পারছেন না।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: