বাংলা-ইংরেজির মিশ্রণে সালমানের বই: বিপাকে পাঠকরা

সফল ইউটিউবার সালমান মুক্তাদির। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘Behind The Sin’ নামে তার লেখা একটি বই। তিনি বাংলা এবং ইংরেজি ভাষার মিশ্রণে লিখেছেন বইটি। আর এতেই উৎসাহের সহিত বইটি কিনে বিপাকে পড়েছেন অনেক পাঠক।

পাঠকরা আগ্রহের বসে বই কিনে বসলেও কয়েকপাতা পড়ে আগ্রহ হারিয়ে ফেলেন। 

তাদেরই একজন আব্দুর রহিম। তিনি বলেন, যখনই বইটি পড়তে বসি, তখনই আমার বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। আমি প্রথমে ভেবেছিলাম হয়ত গ্যাস্ট্রিকের ব্যথা। কিন্তু পরে বুঝতে পারি, বইটিই আমার এই হাল করেছে।

তবে তার এই বই পড়ে সবচেয়ে বেশী বিপদে পড়েছেন বয়স্ক পাঠকরা। তারা এই বইয়ের ভাষা কিছুতেই বুঝতে না পেরে শেষে গুগল সার্চ করে ক্লান্ত। পরে তারা নিজের মনকে বুঝিয়েছেন সব বই সবার জন্য না।

নিজের বই প্রসঙ্গে সালমান মুক্তাদির জানান, বইটি প্রকাশের পড় ভালোই সাড়া পাচ্ছি। এসময় তিনি পাঠকদের এসব অভিযোগও অস্বীকার করেন। 

 

টাইমস/জেকে

Share this news on: