নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। হাসপাতালে চিকিৎসধীন এখন তিনজন।

মঙ্গলবার সকালে ও সোমবার মধ্যরাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। তারা হলেন- হিরণ মিয়া (২৩) ও আপন (১২)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগম (৭৫), তার ছেলে কিরণ (৫০) ও কিরণের ছেলে আবুল হোসেন ইমন (২৫) মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- হিরণের স্ত্রী মুক্তা আক্তার, মেয়ে ইলমা ও ভাগ্নে কাউসার।

গত ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়।

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত, দগ্ধ একই পরিবারের ৭ জন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: মায়ের পর দগ্ধ ছেলের মৃত্যু

 

টাইমস/এইচইউ

Share this news on: