সমন্বিত ভর্তি পরীক্ষায় এবার জাবির ‘না’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এর আগে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউজিসির এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষায় যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের আগের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে জাবি।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির এক মতবিনিময় সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইউজিসির প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে নাম প্রত্যাহার করে নেয়। এরপর আরও বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিজেদের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: