ভেনেজুয়েলার তেল নেওয়ার পথ সহজ করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে- গতকাল শনিবার মধ্যরাতে যখন তাকে মার্কিন সেনারা ধরে নিয়ে আসে তখন এমন খবর চাউর হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তেলে জন্য মাদুরোকে আটক করা হয়নি। তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানিয়েছেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএসকে মার্কো রুবিও বলেন, “সেখানে যা হয়েছে তা হলো আমরা এক মাদক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। গত ১৫ বছর ধরে মাদুরো আমাদের নাগরিদের বিরুদ্ধে যেসব অপরাধ করেছেন সেগুলোর জন্য মার্কিন আদালতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”
তেল নেওয়ার পথ সহজ করতে এ কাজ করা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “তেলের বিষয়… ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা সব তেলক্ষেত্র ধ্বংস করে দিয়েছে। যেগুলো তাদের জন্য প্রচুর অর্থ নিয়ে আসত। তারা এখন দেউলিয়া। তাদের তেল শিল্প পুনরায় জাগিয়ে তুলতে নতুন করে বিনিয়োগ করতে হবে, যা আসলে তাদের নেই। তাদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রয়োজন। এসব বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিনিয়োগ করবে।”
অপর সংবাদমাধ্যম এবিসি নিউজেকে রুবিও জানিয়েছেন, কোনো তেল কোম্পানির সাথে তার সরাসরি কোনো কথা হয়নি। কিন্তু তিনি স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলেছেন। যারা তেল কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করবে। তাদের ধারণা পশ্চিমা তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে অনেক আগ্রহী হবে।
তেল পরিশোধনের জন্য যুক্তরাষ্ট্র সেরা উল্লেখ করে রুবিও বলেন, “গালফ উপকূলে আমাদের তেল পরিশোধনাগারগুলো ভারী তেল পরিশোধনে সেরা। বিশ্বব্যাপী ভারী জ্বালানি তেলের অভাব রয়েছে। আমি মনে করি যদি সুযোগ দেওয়া হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে অনেক আগ্রহ দেখাবে।”
সূত্র: সিবিএস, এবিসি
এমআর/টিএ