দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উত্তরে একটি ঐতিহ্যবাহী উৎসবে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার(৩ জানুয়ারি) রাতে মাথিবেসতাদ গ্রামের কাছে আয়োজিত অনুষ্ঠানে এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বাস্থ্য দপ্তর জানায় উৎসব চলাকালীন হঠাৎ বজ্রপাত শুরু হলে উপস্থিত জনতা আক্রান্ত হন। আহতদের দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে দুই জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহতদের মধ্যে অন্তত ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী দক্ষিণ গোলার্ধের এই অঞ্চলে এখন গ্রীষ্মকাল চলছে। দক্ষিণ আফ্রিকার এই বিশেষ এলাকায় গ্রীষ্ম মৌসুমে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়া একটি সাধারণ ঘটনা। তবে এবারের এই উৎসবের রাতে এমন ভয়াবহ প্রাণহানির ঘটনায় স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে।
টিজে/টিএ