ঝড়ো সূচনায় ১৯২ রানের পাহাড়ে ঢাকা

ঢাকা ডাইনামাইটসের হয়ে ঝড়ো সূচনা এনে দিয়েছেন সুনিল নারাইন ও হযরতউল্লাহ জাজাই। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন রনি তালুকদার। তাদের দেখানো পথ অনুসরণ করে রানের ফোয়ারা ছুটিয়েছেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। তাতে ১৯২ রানের বড় সংগ্রহ গড়েছে ঢাকা ডায়নামাইটস।

টস জিতে ঢাকা ডায়নামাইটসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা টাইটানস দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সুনিল নারাইন ও হযরতউল্লাহ জাজাই। ব্যাটকে তলোয়ার বানিয়ে আলি খান-শরিফুলদের কচুকাটা করে ছাড়েন তারা। তাতেই উল্কার গতিতে ছুটে ঢাকা। তবে হঠাৎ কক্ষচ্যুত হন নারাইন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডেভিড উইজের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি।

ক্রিজে এসে পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করেন রনি তালুকদার। স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি। মাহমুদউল্লাহর বলে আরিফুল হকের তালুবন্দি হয়ে ফেরার আগে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন ডানহাতি ব্যাটার।

৩৬ বলে ৩ চারের বিপরীতে ৫ ছক্কায় ৫৭ রানে আউট হন তিনি। পার্টটাইমার পল স্টার্লিংয়ে বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগুনে ফর্মে থাকা এ আফগান।

এরপর কিরণ পোলার্ড ১৬ বলে ২৭ ও স্বদেশী অ্যান্ড্রু রাসেলর ২২ বলে ২৫ রানের ইনিংসে ভর করে ১৯২ রানের পাহাড়ে চড়ে বসে ঢাকা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন ও মোহর শেখ অন্তর।

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান ও আলি খান।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: