আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪০ জন মনোনয়ন প্রার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (২ ঘণ্টায়) এই আপিলগুলো জমা পড়েছে।
কেন্দ্রীয় আপিল বুথ থেকে কর্মকর্তারা জানান, বিকেল ৫টা পর্যন্ত এই আপিল আবেদন চলবে। আর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪০ জন মনোনয়ন প্রার্থী আপিল করেছেন। এর আগে গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট আপিল জমা পড়েছে ৪৬৯টি।
ইসির কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার একদিনেই সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রার্থীরা অস্থায়ী বুথগুলোর সামনে দাঁড়িয়ে আপিল আবেদন ও কাগজপত্র জমা দিচ্ছেন।
দুপুর সোয়া বারোটার দিকে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান আপিল করেন। তিনি বলেন, তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় নির্বাচন কমিশনে আপিল করেছেন।
এসময় আপিল আবেদন করা নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ বলেন, আমার মনোনয়ন বাতিলের পেছনে ভোটার সমর্থন সংক্রান্ত জটিলতা দেখানো হয়েছে। তিনি মনে করেন, ভোটের আগেই প্রকাশ্যভাবে ভোটারের সমর্থন যাচাই করা যৌক্তিক নয়। নির্বাচন কমিশন আপিল শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেবে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেন সম্ভাব্য প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন জানায়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এমআই/এসএন