এপ্রিলেই আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন!

করোনাভাইরাসে নাকাল চীন। অদ্ভুত প্রকৃতির এই ভাইরাসের প্রকোপে মানুষের প্রাণহানির পাশাপাশি দেশটির অর্থনীতিও ভেঙ্গে পড়েছে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৯০টিরও বেশি দেশে। চীনের বাইরেও দুই শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরপরই চীন, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের চিকিৎসা গবেষকরা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তা অধরাই রয়ে গেছে।

কিন্তু এবার আশার কথা জানিয়েছে চীনের একদল গবেষক। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে নিয়োজিত গবেষকরা দাবি করেছেন, আগামী মাসেই (এপ্রিল) কোভিড-১৯ রোগের প্রতিষেধক তৈরি করা সম্ভব হবে। এরপরই তা বাজারজাত করা হবে।

শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ঝেং ঝং ওয়েই জানান, ভ্যাকসিনের পাঁচটি ধরণ নিয়ে গবেষণা চলছে। গবেষণা উন্নতির পথে। তবে এই ভ্যাকসিন তৈরির গবেষণার সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গবেষকদের।

এই কর্মকর্তা আরও জানান, এপ্রিল মাসে হুবেই প্রদেশে আক্রান্ত রোগীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এদিকে বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা গেছে, চীনে করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোতে গড়ে ৭.৯ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন। কিন্তু পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে তা অন্য সদস্যদের শরীরে সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪২ জন মারা গেছেন। সংক্রমিত হয়েছে অন্তত ৮০ হাজার ৫৫২ জন। এছাড়া চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ হাজার ৮৮১ জন। যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকের Apr 28, 2024
img
চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Apr 28, 2024
img
ঢাকা-রাজশাহীসহ ৫ জেলায় সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Apr 28, 2024
রহস্যময় MKS-ব্যাট দিয়ে খেললেই ব্যাটাররা পাবে বেশি বেশি চার-ছক্কার দেখা! Apr 28, 2024
টায়ার থে'রাপিতে তৈরি হচ্ছেন পেসার নাহিদ রানা Apr 28, 2024
img
পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক Apr 28, 2024
তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা Apr 28, 2024
অপু, বুবলিকে বাদ দিয়ে কবে কখন তৃতীয় বিয়ে করছেন শাকিব খান ? Apr 28, 2024
হাথুরুর আমলে টিকতে পারবেন তো নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ? Apr 28, 2024
img
এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার Apr 28, 2024