তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলা

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী তিউনিসে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী হামলাকারী বড় ধরণের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি বার্গেস ডু লাক জেলায় অবস্থিত কূটনৈতিক মিশন গুলোর কাছাকাছি এলাকায় আত্মঘাতী হামলা চালায়। এসময় বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিউনিসিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দূতাবাসের বাইরের সড়কে ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে থাকতে দেখা গেছে। ঘটনার পরপরই বিস্ফোরণ স্থল ঘিরে রাখে পুলিশ।

এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় তিউনিসে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি সেবার কর্মীরা কাজ করছে। সেই সঙ্গে এ ঘটনার নেপথ্যে কি রয়েছে, তা বের করার জন্য তিউনিসিয়ার আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মার্কিন দূতাবাস।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: