ঝিনাইদহে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মুক্তার হোসাইন (৪০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তার শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের আলিবর্দি শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন।
পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানের তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
আইকে/টিএ