ইসরাইলের সহ্রাসাধিক সেনা কোয়ারেন্টাইনে

ইসরাইলের প্রায় এক হাজার ২৬২ সেনাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এসব সেনা সদস্যকে বিশেষ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনা করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব সেনা সদস্যকে আগামী দুই সপ্তাহ তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

জানা গেছে, ইসরাইলের এসব সেনা সদস্য ছুটিতে থাকাকালীন দেশের বাইরে বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। যে কারণে বাড়তি সতর্কতা হিসেবে তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত মহামারী করোনাভাইরাস ১০৩টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি। ইরান, ইতালি, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়াসহ চীনের বাইরে বিভিন্ন দেশে অন্তত ৩ শতাধিক করোনাভাইরাসে আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। এছাড়া ইসরাইলের ২১ সেনার শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া গেছে। সূত্র: ইসরাইল টাইমস

 

টাইমস/এসএন/এইচইউ

 

Share this news on: